হা টা রি (১৯৬২) বিজয় দে দু'টি শব্দ ভিনদেশি, Hatari এবং Tequila, কেন জানিনা, শব্দ দু'টি হয় তো বর্ণের ধ্বনি মাদকতার কারণে অনেকদিন ধরেই আমার অত্যন্ত প্রিয়। প্রথম শব্দটি আমাদের আজকের আলোচ্য। আর দ্বিতীয়টি, Twquila, আসলে একটি মহার্ঘ সুরা-বিশেষ, যা দেশে-দেশে খুবই জনপ্রিয়। তবে সুরা চেখে দ্যাখা হোক বা না-হোক, Tequila music নামে যন্ত্রসঙ্গীত-আয়োজনের সাথে আমরা নিশ্চয় কমবেশি পরিচিত। মনে পড়ছে আমাদের যৌবন-কালে, কালীপূজা-ভাসানের সময়, এই music না বাজলে বা এর সহযোগে না নাচলে উদ্যোক্তাদের আয়োজন যেন অসম্পূর্ণ থাকত এবং এটা তো এই জেলাশহরেই নিজের চোখে দেখেছি। যাই হোক, এই আলোচনা সুরা নিয়ে একেবারেই নয়, আমাদের বিষয়, ১৯৬২ সালে নির্মিত, Howard Hawks পরিচালিত ১৫৭ মিনিটের চলচ্চিত্র “হা টা রি”! আর ‘হাটারি’র মানে যা জানা গেছে ,আফ্রিকান সোয়াহিলি ভাষায় “হাটারি” শব্দের অর্থ “বিপদ” বা danger! তা বিপদই বটে, পদে পদে বিপদের আশঙ্কা! অনেক কাল আগে যখন বন্যপ্রাণী-সম্পর্কিত আইন-কানুন আজকের মত এত কড়া ছিলনা, যখন বিধি নিষেধ অনেকটাই শিথিল, তখন দেশে দেশে এমন কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, যাদে...