বিজয় দে প্রণীত "ওম্ বিশ্বকাপং নমঃ নমঃ"
বিজয় দে প্রণীত
ওম্ বিশ্বকাপং নমঃ নমঃ
লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ।
ক্যাজুয়াল কথাবার্তা টুক্টাক্ নানা আলাপন।।
হেনকালে শ্রীনারদমুনি ঢুকিলেন ঘরে।
কহিলেন “এত কি প্রাইভেট তব আছে অন্তরে।।
আজি বৈকুন্ঠধামের নিচে যত মর্ত্যবাসী।
যত দুঃখ থাকুক তবু মুখে তাদের হাসি।।
হাসিতে হাসিতে তারা সাগরে দেয় পাড়ি।
চার বছরে একবার জিতি কিম্বা হারি”।।
শুনিয়া বিষ্ণু কহেন “আরে,তাজ্জব কি বাত।
প্রিয়ে তুমি জানো নাকি এমন ধারাপাত।। ”
উত্তরে লক্ষ্মী কহেন “হে দেবস্বামী।
আপনি কিন্তু সবই জানেন মহা-অন্তর্যামী।।
যাহা বলেন নারদভাইয়া একশো ভাগ খাঁটি।
অধুনা সব সত্য বিশ্বকাপে বাকি সবই মাটি”।।
একদা শ্রীবিষ্ণু শুনিয়াছিলেন পেলে মারাদোনা।
তারপর’ কত ছেলে খেলিতেছে নাহি যায় গোণা।।
লক্ষ্মী কহিলেন “প্রিয়, আমি অবশ্য কিছু কিছু জানি।
মেসি আছে, নেইমার, এছাড়া এম্বাপে, ইহাদের মানি।।
বলিতে পারেন প্রিয়, আমি নারী এত নাম জানি কীরূপে।
প্রণামে প্রার্থনায় ভক্তজনে এদের কথা বলে চুপে চুপে।।
এর চেয়ে বেশি বার্তা অবশ্যই জানেন মুনিবর।
নারদরে শুধাইলে আদ্যোপান্ত পাইবেন খবর”।।
এত বলি লক্ষ্মীদেবী তাকান শ্রীবিষ্ণুর পানে।
“যে-কথা বলিলাম তার নিশ্চয় বুঝিয়াছেন মানে।।
বৈকুন্ঠে আছেন নারদমুনি সর্বদা ভ্রমণে।
যা জানার জেনে নিন যা প্রশ্ন আছে মনে।।
অতঃপর শ্রীবিষ্ণু ডাকেন “ওহে নারদভাই।
বিশ্বকাপে কত চাপ শুনিবারে চাই”।।
“নারদভাই কাছে এসো শুনি বিবরণ।
বলো,কো্ন দল জ্যান্ত আর কোন্ দলে মরণ”।
নারদ বলেন “স্যার,এ বড় কঠিন প্রশ্ন সঠিক উত্তর নাই।
সাপ-লুডো খেলা যেমন আজ যারা ভালো ভালো কালকে ছাটাই।।
ব্রাজিল জার্মানী ইংল্যান্ড স্পেন কত আসে যায়।
ভাগ্য ওলট-পালট হলে সবে ডুগ্ডুগি বাজায়।।
ছোট-বড় কিছু নাই ফুটবলে সবারই দাবী।
চ্যাম্পিয়ন হতে পারি জানি সব হিসাবই।।
এরপর যে-কথাটা বলবো চুপি চুপি।
আমার থেকে বেশি জানে মর্ত্যের বাঘা-গুপী।।
ভুতের বরে তাহাদের আছে দু’জোড়া চপ্পল।
আশ্চর্য চটির গুণ যেমন যথা ইচ্ছা চল।
এইভাবে তাহারা গোপনে ঢোকে ড্রেসিং-রুমে।
খাসখবর জানতে ঢোকে স্বপ্নে স্বপ্নে প্লেয়ারদের ঘুমে।।
সবাই জানে সব জানি তবু
এইসব খবরে নাহি পরিচয়।
গুপী-বাঘা হাজির হলেই আপনার চিন্তা নাহি রয়।।
টিভি দেখুন কাগজ দেখুন মা-লক্ষ্মীর মোবাইল দেখুন
খবর-ভরা দুনিয়া।
সঙ্গে নারদ
গুপী-বাঘা চিন্তা থাকে কী নিয়া”।।
ফুটবলং বিশ্বকাপং নমঃ নমঃ করন্তি।
কাতারং কত রং মনং
শুধু ভরন্তি।।
Comments
Post a Comment