সবুজ মাঠের সাম্যঃ দেবব্রত ভট্টাচার্য




সবুজ মাঠের সাম্য

দেবব্রত ভট্টাচার্য

 

 

বিশ্বকাপ ফুটবল যেন আনন্দ- দুঃখ- তর্ক-আবেগের রঙ মশাল। আট থেকে আশি সেই মশালের আলোয় বিভোর। পছন্দের দল কেমন পারফরমেন্স করবে বিশ্বকাপে নিজেদের মনেই গড়ে ফেলেন ফুটবলপ্রেমীরা। 

 

গ্রেটেস্ট শো অন আর্থ ۔۔۔ হয়ে ওঠে এক ব্যাটেল গ্রাউন্ড। আমার কচি চোখের বিশ্বকাপ উদ্বোধন ঘটেছিলো ১৯৮৬ তে l ব্রাজিলের সক্রেটিস মনের মাঠে হয়ে উঠেছিলেন 'সকার সক্রেটিস'। পরাজয়ের গ্লানি নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় অনেকটা যেন ছিল গ্রিক দার্শনিকের হেমলক সেবনের মতই। 

 

আট বছর বয়সে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলাম বিশ্বকাপ দেখতে। দেখেছি ইউরোপ ও ল্যাটিন আমেরিকা দেশ গুলোর দৌরাত্ম। বদলেছে ফুটবল ধারণা। ইতালির ক্যাটেনেসিও, জার্মানির রোবোটিক ফুটবল, বিশেষত ইংল্যান্ডের 'কিক এন্ড রান' ফুটবল বদলেছে অনেকটাই।  ল্যাটিন আমেরিকার যে ফুটবল শিল্প দেখে বড় হওয়া সেই শিল্প ইউরোপিয় ঘরনার প্রভাবে একদম বদলে না গেলেও বদলানোর ইঙ্গিত দিয়ে চলেছে।

 

বহু তারকার জন্মের আতুর ঘর এই ফুটবল মহোৎসব। অসংখ্য তারকারা ফুটবলপ্রেমীদের মনে বাতাস বয়ে দিয়েছেন সময়ে সময়ে। পেলে, মারাদোনা, গার্ড মুলার জিকো,সক্রেটিস, ক্রুয়েফ, ইউসোবিও, পুসকাস, বেকেনবাওয়ার, প্লাতিনি, রোমারিও, জিদান, রোনাল্ডো দা লিমা, রোনাল্ডিনহো, এমবাপে, ক্রিশ্চিয়ান রোনাল্ড, মেসি, নেইমার, মড্রিচ ۔۔۔ অন্তহীন তালিকা।

 

সময় বদলানোর সঙ্গে সঙ্গে বদলেছে তথাকথিত ছোট ফুটবল খেলিয়ে দেশগুলোর মানসিকতায়। তথাকথিত বনেদি ফুটবল খেলিয়ে দেশগুলোর সঙ্গে পার্থক্য কয়েক ছটাক কমেছে এশিয়া, আফ্রিকার ফুটবল দেশগুলোর। আসলে ইউরোপের ক্লাব ফুটবলে এখন আফ্রিকা, এশিয়া মহাদেশের ফুটবলারদের সংখ্যা আগের তুলনায় বেড়েছে অনেকটাই। ফলে মানসিকতার বিরাট পরিবর্তন ঘটেছে অনেকটাই। হার না মানা মনোভাব অনেকটাই জুড়েছে তাঁদের ফুটবল মনস্কে। কাতার বিশ্বকাপ অনেকটাই তার প্রমাণ দিয়ে গেলো।

 

আসলে ফুটবল বিশ্বকাপ প্রতি চার বছর অন্তর বয়ে যাওয়া এক দমকা বাতাস। বিশ্বকাপ মানেই ফুটবলপ্রেমীদের এড্রিনালিন ক্ষয়। রঙিন জার্সির আলোয় ফুটবল প্রেমীদের চোখে এঁকে যায় এক মায়াবী রূপ। আনন্দ-আবেগ- দুঃখ- হতাশার চতুর্ভুজে গড়ে ওঠে বিশ্ব ফুটবল চালচিত্রের এক ফ্রেম।  

 

আসলে ফুটবল যেন বলে যায় সবুজ মাঠে সাম্যের গপ্পো।

 


Comments

  1. Great write up. It shows your knowledge, passion & integrity over FOOTBALL & Sports as well.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

কল্যাণের সাথে কন্যামে । সত্যম ভট্টাচার্য

উপন্যাস পরিচয়। মুরাকামির উপন্যাস 'কাফকা অন দ্য শোর'। শুভ্র চট্টোপাধ্যায়

সাইকেলে নারীশক্তি আর টাউনের পুরোন যানবাহনঃ রণজিৎ কুমার মিত্র