ইস্টার ও ক্যালেন্ডার। সুপ্রিয় ঘটক।

ইস্টার, ক্যালেন্ডার এবং ২০২২ সাল সুপ্রিয় ঘটক ৩২৫ খ্রিস্টাব্দ। রোমের সম্রাট কন্স্টানটাইন এশিয়া মাইনরের নিকিয়া শহরে আহ্বান করলেন এক মস্ত বড় সভা| সমস্ত তাবড় তাবড় খ্রিস্টীয় যাজকদের সেখানে ডাকা হলো, তাদের যাওয়া আসা আর থাকার সমস্ত খরচ যোগালেন সম্রাট। এই সময় খ্রিস্টীয় যাজকদের মধ্যে ছিল নানান মতভেদ, কোনো কেন্দ্রীয় অনুশাসন না থাকায় যে যার মতো ধর্মের ব্যখ্যা দিচ্ছিলেন, এমন কি বিভিন্ন ধর্মীয় উৎসবের দিনগুলিও যে যার মতো দিনে মানছিলেন। এই সব বিভিন্ন ব্যখ্যাদাতাদের এক ছাতার তলায় এনে সমন্বয় সাধন ছাড়াও এই মহাসভার অন্যতম প্রধান কাজ ছিল খ্রিস্টানদের এক গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টারের একটি নির্দিষ্ট দিন ঠিক করা। তিনশ বছর ধরে ধর্মপ্রাণ খ্রিস্টানরা সকলে মিলে একসাথে একদিনে ইস্টারের উৎসব পালন না করতে পেরে ক্ষুব্ধ ছিল। অবশ্য নির্দিষ্ট দিন ঠিক না হওয়ার কারণও ছিল। ইস্টার উৎসব পালন করা হয় যিশুখ্রিস্টের মৃত্যুর পর তার কবর থেকে পুনরুত্থানের দিনকে স্মরণ করে। কিন্তু তাঁর মৃত্যু বা পুনরুত্থানের দিনটি ঠিক কোন দিন ছিল? যে সমস্ত গসপেলের উপর নির্ভর করে যিশুর জীবন কাহিনী নির্মাণ করা হয় তার...