সাইকেলে নারীশক্তি আর টাউনের পুরোন যানবাহনঃ রণজিৎ কুমার মিত্র

হোমঠেক সাইকেলে নারীশক্তি আর টাউনের পুরোন যানবাহন রণজিৎ কুমার মিত্র জল’শহরের যানবাহনের কথা বললেই আমার প্রথমেই মনে পরে দ্বি-চক্রযান বা সাইকেলের কথা । ইংরেজি বাই-সাইকেলকে এখন বাংলায় শুধু সাইকেলই বলা হয়। ঊনিশ শতকের ইউরোপে এর উদ্ভব। দুই চাকা বিশিষ্ট এই যানবাহনটির কদর বিশ্বজুড়ে । ২০০৩ পর্যন্ত সারা বিশ্বে একশ কোটির বেশি নাকি সাইকেল তৈরি হয়েছে। সাইকেলের প্রথম আবিষ্কারের দাবী করেন অনেকেই । ১৮৪৭ সালে সাইকেল শব্দটি ফরাসীতে আত্মপ্রকাশ করে। জার্মানির কার্ল ভন ড্যারেন, ১৮১৭ সালে ম্যানহেইন শহরে তাঁর তৈরি সাইকেল পথে বের করে সবাইকে দেখান। ইদানিং জল’শহরে সাইকেলকে আমার নারী শক্তির শ্রেষ্ঠ প্রতীক বলে মনে হয়। শহরতলি থেকে বহু নারী সাইকেল চেপে শহরে আসেন, মধ্যবিত্ত, উচ্চবিত্তদের বাড়ির গৃহস্থালির কাজের সাহায্য করাকে তাঁরা জীবিকা করেছেন। সময় বাঁচানোর জন্য ঘর থেকে সাইকেল আরোহী হয়ে সাত বাড়ি–দশ বাড়ি ঘুরে তাঁরা কাজ করেন। জীবিকা সহায়ক এই সাইকেলটি তাঁকে কর্মশক্তি যোগাচ্ছে। সাইকেল আরোহী হয়েই ...