কল্যাণের সাথে কন্যামে । সত্যম ভট্টাচার্য

কল্যাণের সাথে কন্যাম্-এ সত্যম ভট্টাচার্য কেন যে এরকমটা হচ্ছে কিছুদিন ধরে কে জানে। সামান্য একটু উত্তেজনা হলে রাতে কিছুতেই ঘুম আসতে চাইছে না। অথচ বের হতে হবে খুব সকালে। তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াটা খুব দরকার ছিল। কিন্তু বাধ সাধলো ঐ আকাশ। রাত্রিবেলা আড্ডা দিয়ে বাড়ি ফেরার পথে সেখানে চাঁদটা এমন ঝকঝকে দেখাচ্ছিল যে মনে হল পরদিন আকাশে এক ফোঁটাও মেঘ থাকবে না আর চমৎকার হবে আমাদের পাহাড়ভ্রমণ। আর তাতেই যত উত্তেজনা। যাইহোক শেষ যখন ঘড়িটা দেখলাম তখন তাতে রাত দুটো পেরিয়ে গিয়েছে। এদিকে আমাদের জার্নি শুরু করবার কথা সকাল সাড়ে ছটায়। কিভাবে তা সম্ভব হবে ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙল সময়মতোই। বুঝলাম সে পুরো হয়নি আর সারাদিন ভোগাবে। কিন্তু কোনো উপায় নেই। এখন তৈরি হতে হবে। এদিকে দরজা খুলে বাইরে গিয়েই চক্ষু চড়কগাছ। কোথায় এক ফোঁটাও মেঘ না থাকা আকাশ ! পুরো মেঘের চাদর গায়ে জড়িয়ে সে যেন বসে আছে। রাস্তা ভিজে। তার মানে রাতে বৃষ্টি হয়েছে। কিন্তু ঠিক যখন একবার করে ফেলেছি বেরুতে তো হবেই। ইতিমধ্যে সঙ্গী কল্যাণও ফোন করে দিয়েছে যে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ছে। তাই হাতে মাত্...